জি-২০ শীর্ষ সম্মেলনে আগত নেতাদের অভ্যর্থনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আগত বিশ্ব নেতাদের অভ্যর্থনা জানিয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যে তা দেখা গেছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইউক্রেন, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বিতর্কিত বৈশ্বিক ইস্যু নিয়ে দু’দিনের আলোচনার জন্য নয়াদিল্লিতে আগত বেশিরভাগ বিশ্ব নেতাদের সাথে মোদি করমর্দন করেন।
তবে এই সপ্তাহান্তে জি-২০ আফ্রিকান ইউনিয়নকে তার পদে স্বাগত জানাবে বলে আশা করায়, তিনি গ্রুপিংয়ের চেয়ার এবং কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানান।
‘জি-২১’তে ব্লকের সম্প্রসারণ মোদির জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক বিজয় হবে। কারণ, তিনি আগামী বছর জাতীয় নির্বাচনের মুখোমুখি হবেন এবং এই বছর ফোরামের সম্মেলনের স্বাগতিক দেশ হয়ে মোদি একজন আন্তর্জাতিক রাষ্ট্রনায়ক হিসেবে তার ভাবমূর্তি উজ্জল করার সুয়োগ পেলেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর বিভক্তির কারণে সদস্যদের মধ্যে ঐকমত্য পৌঁছানো ক্রমশ কঠিন হয়ে পড়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং এবারের শীর্ষ সম্মেলনে পুরোপুরি এড়িয়ে গেছেন।
মস্কো ইউক্রেনে আগ্রাসনের আন্তর্জাতিক নিন্দাকে জলাঞ্জলি দিতে মিত্রদের চাপ অব্যাহত রেখেছে এবং যৌথ পদক্ষেপের জন্য একটি বড় বাধা হয়ে দেখা দিয়েছে।