জাপানের ওসাকায় জি-২০ সম্মেলন শুরুর প্রাক্কালে আজ শুক্রবার দিনের শুরুতে এশিয়ার সব শেয়ার বাজারে দরপতন ঘটেছে।
জি-২০ সম্মেলনে বাণিজ্য বিষয়ে প্রধান এজেন্ডা এবং বহুল প্রতীক্ষিত ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে মূল আলোচনার অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে শেয়ার বাজারে এই দরপতন ঘটেছে।
বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দুই নেতার মধ্যে মুখোমুখি বৈঠকে অগ্রগতির আশায় শেয়ার বাজারে ইতিবাচক প্রভাবে গত দুই সপ্তাহ বিনিয়োগকারীরা ভালো লাভ পেয়েছে যদিও বিনিয়োগকারীরা আলোচনায় ব্যর্থতার আশঙ্কায় উদ্বিগ্ন ছিল।
আজ সকালে বিশ্বের শীর্ষ অর্থনীতির ২০টি দেশের নেতারা ওসাকায় দুইদিনব্যাপী জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলন শুরুর প্রাক্কালে সকালে হংকং ও সাংহাইতে ০.৫ শতাংশ করে এবং টোকিওতে ০.৬ শতাংশ দরপতন হয়েছে।
সিডনি,সিঙ্গাপুর এবং সিউলে প্রতিটি শেয়ারবাজারে ০.২ শতাংশ দরপতন হয়েছে। তাইপে ও ম্যানিলায়ও দর কমেছে, তবে ওয়েলিংটন ও জাকার্তায় সামান্য বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প কিছু চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দেয়ায় এই সম্মেলনে ট্রাম্প ও শি’র মধ্যে আলোচনায় কোন সমঝোতার চুড়ান্ত ফলাফল পাওয়া যাবে বেশীরভাগ পর্যবেক্ষকই তেমন আশা করছেন না।