জি- সেভেন সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে এক টুইটার বিতর্কে এমন একটি ঘোষণা দিয়েছেন তিনি।
হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, জি-৭ এর জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তার পরিবর্তে সে স্থানটিতে ট্রাম্পের একজন সহকারি উপস্থিত থাকবেন বলেও নিশ্চিত করেছে হোয়াইট হাইজ।
সিএনএন-এর তথ্য অনুযায়ী, সম্মেলনটিতে তিন দেশের প্রধানই উপস্থিত থাকবেন। তাদের স্বাক্ষাতে আলোচনা হওয়ারও কথা রয়েছে। কিন্তু ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্মেলনটিতে তার বাণিজ্য যুদ্ধ নিয়েই কথা বলবেন।
আরএম/