নিজে পালন না করলে কাউকে সে উপদেশ দেয়া উচিৎ না বলে বিশ্বাস করেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর সেটা মানতেই এবার তিনি ঈদ উদযাপনে ঢাকাতে থাকার সিদ্ধান্ত নিলেন তিনি।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপনের নির্দেশনা দেয়া হচ্ছে। আর তাই ঢাকায় অবস্থানরতদের ঈদের গ্রামে যেতে নিরুৎসাহিত করার জন্য নিজের ঢাকায় ঈদ করার কথা আগেই জানিয়ে দিলেন মুশফিক। কোভিড-১৯ মোকাবিলায় তরুণদের উদ্যোগ নিয়ে সোমবার রাতে অনলাইনে আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ঢাকায় ঈদ করার বিষয়ে মি. ডিপেন্ডেবল বলেন, এটা অবশ্যই খুবই জরুরি। কিছু বলার আগে নিজে করা উত্তম। আমার এই ৩২ বছরের জীবনে কখনোই ঢাকায় এভাবে ঈদ করিনি। আমার বাবা-মা বগুড়ায় থাকেন। এবারই প্রথম একা একা ঢাকায় ঈদ করছি। কেননা এখন ভ্রমণে যথেষ্ট ঝুঁকি। আপনারা যার যার গ্রামে যাবেন, আবার সেখান থেকে ফিরে আসবেন। আপনি হয়তো এখন কোন লক্ষণ নিয়ে গ্রামে যাচ্ছেন। সেখানে আপনার অনেক আত্মীয় একত্রিত হলো। তারা আক্রান্ত হতে পারে। সচেতনতাটা খুবই গুরুত্বপূর্ণ।