রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়ানোর জন্য বুধবার জাতীয় সংসদে ‘বীমা করপোরেশন বিল, ২০১৯’ উত্থাপন করা হয়েছে। ১৯৭৩ সালে প্রণীত সংশ্লিষ্ট আইনটিকে প্রতিস্থাপন করবে বীমা করপোরেশন বিল, ২০১৯।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করেন এবং পরে তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট যাচাই-বাছাই কমিটিতে পাঠিয়ে দেয়া হয়। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নতুন আইনের অধীনে জীবন বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন হবে ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন হবে ৩০ কোটি টাকা। আর সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন হবে যথাক্রমে ৫০০ কোটি ও ১২৫ কোটি টাকা।
প্রস্তাবিত বিলের উদ্দেশ্যে বলা হয়, প্রতিষ্ঠাকালে দুই বীমা প্রতিষ্ঠানের প্রতিটিতে অনুমোদিত মূলধন ছিল ২০ কোটি টাকা, যা বর্তমান চাহিদা অনুযায়ী খুবই অপ্রতুল।
নতুন আইন অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা বিভিন্ন পেশাজীবী বিশেষজ্ঞদের সমন্বয়ে সাত থেকে বাড়িয়ে ১০ জন করা হবে।