বাংলাদেশে জীবনের সর্বোচ্চ ঝুঁকিতে থাকায় দুই সন্তান, স্ত্রী ও মাকে আমেরিকায় রেখে আসছেন বলে জানিয়েছেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ফেসবুক লাইভ নিয়ে আলোচনায় আসা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
নতুন বছর উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র প্রবাসীদের আয়োজনে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় ওসি মোয়াজ্জেমের নামে মামলা করাসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ফেসবুক লাইভ নিয়ে আলোচনায় এসেছেন এই তরুন আইনজীবী।
অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন বলেন, ‘এই প্রথম আমি টের পেয়েছি, আমি ঝুঁকিতে আছি। এ বারই প্রথম আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বউ-বাচ্চা আমেরিকায় রেখে যাব। আমি যদি বেঁচে না থাকি, তাহলে আমি চাইনা, আমার পরবর্তী প্রজন্ম ওইভাবে সাফার করুক। ওরা যেন আমাকে দোষারোপ করতে না পারে।’
তিনি বলেন, ‘আমার দুই বাচ্চা, আমার মা এবং আমার বউ আমেরিকায় রেখে যাচ্ছি। আমি যদি কখনও ফিরে আসতে না পারি, পৃথিবীতে বেঁচে না থাকি, তাহলে আপনারা তাদের খেয়াল রাখবেন।’
তিনি আরো বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাস বলে, যারা বাংলাদেশের ভালো চেয়েছেন, তারা কেউ বেঁচে থাকতে পারেন নাই। যারা বিএনপি করে তাদের উদ্দেশ্যে বলি, জিয়াউর রহমান বেঁচে থাকতে পারেন নাই। যারা আওয়ামী লীগ করেন, তাদের বলি, বঙ্গবন্ধু বেঁচে থাকতে পারেন নাই। শেখ হাসিনার উপর এ পর্যন্ত ১৯/২০ বার হামলা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জাতীয় চার নেতাও যদি বেঁচে থাকতো, তাহলেও বাংলাদেশ এতো পিছনে থাকতো না।’
এ সময় তিনি সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন।
তরুন এই আইনজীবী আরো বলেন, ‘অনেকে বলেন, বাংলাদেশে মাইনোরিটি হচ্ছে হিন্দু। আবার অনেকে বলেন, বাংলাদেশে মাইনোরিটি মুসলিম সম্প্রদায়ের লোকেরা। কিন্তু আমি বলি, এরা কেউ মাইনোরিটি সম্প্রদায় নয়। মাইনোরিটি হলো সততা। সত্য বলার লোক বাংলাদেশে অনেক কম। বাংলাদেশে সংখ্যালঘু হচ্ছে সৎ মানুষগুলো।’
তিনি আরো বলেন, নুসরাত হত্যার পর ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে যখন মামলা করেছিলাম, তখন আমার প্রতিপক্ষ আইনজীবী বলেছিলেন, “মাইলর্ড, ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসার জন্য এসব করেছে।”আমি পরের দিন মহামান্য আদালতকে বলেছিলাম, শেখ হাসিনার নজরে পড়ার জন্য আমার মত মানুষ যদি আরো দাঁড়িয়ে যেত, তাহলে বাংলাদেশ আরো এগিয়ে যেত।’
আজকের বাজার/এমএইচ