কিছু কিছু দেশে রাস্তাাঘাটে জীবানুনাশক ছিটানো হচ্ছে। এটি করোনা ভাইরাস নির্মূল করবে না, বরং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শনিবার এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
করোনা মোকাবেলার অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও উন্মুক্ত স্থান জীবানুমুক্তকরণ বিষয়ক এক ডকুমেন্টে ডব্লিউএইচও বলছে, জীবানুনাশক ছিটানো সম্ভবত খুব একটা কার্যকর নয়।
ডব্লিউএইচও বা হু ব্যাখ্যা করে বলছে, রাস্তা কিংবা বাজারের মতো বাইরের স্থানগুলোতে ছিটানো জীবানুনাশকে কোভিড -১৯ কিংবা অন্য কোন জীবাণু মরেনা। কারণ নোংরা ও ময়লা আবর্জনায় জীবানুনাশক নিষ্ক্রিয় হয়ে পড়ে।
হু আরো বলছে, রাস্তা কিংবা খোলা স্থানগুলো কোভিড ১৯ এর সংক্রমণের আধার নয়। বরং এসব স্থানে জীবানুনাশক ছিটালে তা স্বাস্থ্যের জন্যে ঝুঁকি তৈরি করবে।
ডকুমেন্টে কোন অবস্থাতেই ব্যক্তির ওপর জীবানুনাশক ছিটানো সুপারিশ করা হয়নি।
এতে বলা হয়, এটি বরং ব্যক্তির শারিরীক ও মানসিক স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর এবং আক্রান্ত ব্যক্তির মাধ্যমে করোনা ছড়ানোর আশংকাকে মোটেও কমায় না।
এছাড়া ডকুমেন্টে ঘরের ভেতর জীবানুনাশক ছিটানোকেও নিরুৎসাহিত করা হয়েছে। কাপড় বা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে জীবাণু ধ্বংসের কথা বলা হয়েছে।