প্রায় তিন সপ্তাহ লোকচক্ষুর অন্তরালে থেকে শেষ পর্যন্ত প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আর তাতেই বেজায় খুশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজনেস ইনসাইডারের খবরে এ তথ্য প্রকাশ পেয়েছে। ট্রাম্প বলেছেন, কিমকে জীবিত পেয়ে আমি খুশি। মৃত্যু গুজব উড়িয়ে দিয়ে তিনি প্রকাশ্যে এসেছেন। সুস্থ কিমকে জনসম্মুখে দেখে আনন্দিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে লিখেছেন, তিনি ফিরে আসায় এবং তাকে সুস্থ দেখতে পেরে আমি আনন্দিত।
যদিও ট্রাম্প কখনই কিমের মৃত্যুর খবর বিশ্বাস করেননি। তার মৃত্যু নিয়ে খবর প্রকাশ করায় সিএনএনকে বিষোদগারও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিমের সঙ্গে তার ‘ভালো সম্পর্ক’ আছে দাবি করে ট্রাম্প জানিয়েছিলেন তার কাছে কিমের খবর আছে। অন্যরাও দ্রুত জানতে পারবে।