নিতেশ তিওয়ারি পরিচালিত পরবর্তী ছবিতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুরকে। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, এর আগে শোনা যায়, সঞ্জয় পুরান সিং চৌহানের চান্দা মামা ডোর কে ছবিতে দেখা যাবে সুশান্ত-শ্রদ্ধাকে। ছবিটিতে একজন নভোচারীর চরিত্রে সুশান্ত অভিনয় করবেন বলে জানা যায়। তবে আপাতত ছবিটির কাজ বন্ধ রয়েছে।
সুশান্ত সিং রাজপুত অভিনীত পরবর্তী ছবি দ্য ফল্ট ইন আওয়ার স্টারস। ২০১৪ সালে একই নামে মুক্তিপ্রাপ্ত আমেরিকান রোমান্টিক-ট্র্যাজেডি ছবির রিমেক এটি। এতে এ অভিনেতার বিপরীতে অভিনয় করছেন সানজানা সাংহাই। এটি পরিচালনা করছেন মুকেশ ছাবরা।
অন্যদিকে সাহো ছবির শুটিং করছেন শ্রদ্ধা। এতে তার বিপরীতে অভিনয় করছেন প্রভাস। বর্তমানে আরব আমিরাতে ছবিটির শুটিং চলছে।
এস/