পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জুট স্টাফলার্স ও মুন্নু সিরামিকের শেয়ার কারসাজি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৪ কার্যদিবসের মধ্যে ডিএসইকে এই প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে বিএসইসি।বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৭তম সভায় এ নির্দেশনা দেয়া হয়।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জানা যায়, কমিশন মুন্নু জুট স্টাফলার্স ও মুন্নু সিরামিকের শেয়ার কারসাজির বিষয়ে ডিএসই লিস্টিং রেগুলেশনস, ২০১৫ এর ৫৪ (১) অনুযায়ি পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করবে। যা আগামি ১৪ কার্যদিবস সময় নির্দিারণ করে দেয়া হয়েছে।
আজকের বাজার/মিথিলা