জুট স্পিনার্স লিমিটেডের শেয়ার হল্টেড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের প্রায় দুই ঘণ্টার মধ্যে  হল্টেড হয়েছে  জুট স্পিনার্স লিমিটেডের শেয়ার।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত জুট স্পিনার্সের ২৬ হাজার ২৮০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।  গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১০৪ টাকা ৩০ পয়সা।

আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮