জুতার দুর্গন্ধ দূর করার কয়েকটি সহজ উপায়!

একটু ভাবুনতো, সবার মাঝে যখন আপনার জুতা থেকে দুর্গন্ধ আসছে, কী বিশ্রী রকমের দুর্গন্ধ হয়, যা শুধু সেই ব্যক্তিকে নয় বরং আশেপাশের সকল মানুষকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। অফিসে, বাসায় স্কুল কিংবা কোথাও বেড়াতে গেছেন সেখানে এখন আপনাকে জুতা খুলতেই হবে! আর কোন উপায় নেই। কিন্তু জুতা খুললেইতো সর্বনাশ!

চিন্তা করবেন না, জেনে নিন কী করবেন?

১) জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন। পরদিন ভেতরের অংশ মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতোয় বারবার বেকিং সোডা ব্যবহার করবেন না।

২) পুরনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতোয় রেখে দিতে পারেন। পরদিন মোজা সরিয়ে জুতো পরুন।

৩) জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে।। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে ভ্যানিশ হয়ে যাবে।

৪) স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন।এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে।

৫) কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন। ফুটন্ত পানি টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠাণ্ডা হলে জুতার মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর টি ব্যাগ সরিয়ে জুতোর ভেতরের অংশ ভালো করে মুছে নিন। দুর্গন্ধের পাশাপাশি দূর হবে জুতোয় থাকা ব্যাকটেরিয়া।জুতো পরার আগে পায়ে বেবি পাউডার ব্যবহার করুন। দুর্গন্ধ হবে না জুতোয়।

আজকের বাজার/লুৎফর রহমান