জুনিয়রদের দায়িত্ব বুঝিয়ে দিলেন মাশরাফি

ওয়ানডে কিংবা টেস্ট অথবা টি-টোয়েন্টি, সব ফরম্যাটেই প্রতিষ্ঠিত পাঁচ সিনিয়রে ভর করেই এগিয়ে চলেছে বাংলাদেশ।

বেশ কিছু দিন ধরেই বলাবলি হচ্ছে জাতীয় দলে জুনিয়র ক্রিকেটারদের পারফরম্যানস নিয়ে।

প্রত্যাশামাফিক দূরে থাক ন্যুনতম পারফরম্যানসও দেখাতে পারছেন না দলের জুনিয়র ক্রিকেটাররা।

তবে টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে হলে জুনিয়রদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতবছর টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ায় এই সিরিজে খেলা হবে না মাশরাফির। তবে নিজের সতীর্থদের প্রতি টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রাথমিক দিকনির্দেশনা দিয়েছেন মাশরাফি।

তৃতীয় ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি জানান শেষ ম্যাচে পেশাদার ক্রিকেট খেলার কারণেই সিরিজ জেতা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘ক্রিকেট অবশ্যই মনস্তাত্ত্বিক খেলা। আমরা ম্যাচের পুরো ৯৯ ওভার আধিপত্য বজায় রেখেও দ্বিতীয় ম্যাচটা হেরেছিলাম। তবে আজ আমার মনে হয় আমাদের ছেলেরা নিখুঁট পারফরম্যানস করতে পেরেছে।’

এসময় জুনিয়রদের দায়িত্বটাও বুঝিয়ে দেন মাশরাফি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল এখন অনেকটাই তারুণ্য নির্ভর। তাই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে ভালো কিছু করতে হলে জুনিয়রদের এগিয়ে আসতে হবে বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক।

মাশরাফি বলেন, ‘ছেলেরা ভালো ফর্মে আছে। তামিম, সাকিব, মুশফিক দুর্দান্ত খেলেছে। এখন জুনিয়রদের এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব নিতে হবে। টি-টোয়েন্টি সিরিজটা মোটেও সহজ হবে না। এই ফরম্যাটে খুবই শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ।’

আজকের বাজার/আরআইএস