শুক্রবার জুমার আজান সম্প্রচার করবে নিউ জিল্যান্ডের একটি সরকারি রেডিও এবং টেলিভিশন চ্যানেল।
বুধবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আরদার্ন এ ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নিহত ৫০ জনের স্মরণে শুক্রবার দুই মিনিট নীরবতা পালন করা হবে। রেডিও এনজেড ও টিভিএনজেডে এই নীরবতা পালনের ঘোষণা দেওয়া হবে। এছাড়া এই দুটি সম্প্রচারমাধ্যমে জুমার আজানও সম্প্রচার করা হবে।
ক্রাইস্টচার্চে নিহতদের দাফন বুধবার শুরু হয়েছে। স্থানীয় মুসলমানদের সমবেদনা জানাতে দ্বিতীয়বারের মতো এ দিন ক্রাইস্টচার্চে গিয়েছেন প্রধানমন্ত্রী আরদার্ন।
এদিন প্রধানমন্ত্রী নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণেরও ঘোষণা দেন।
গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালায় অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। ওই হামলায় নিহত হয় ৫০ জন মুসলিম। এছাড়া আহত হয় আরো অনেকে।
আজকের বাজার/এমএইচ