এলজিবিটি ম্যাগাজিন সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে ডিএমপি’র ডেপুটি কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট মঙ্গলবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এদিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষণিক গ্রেপ্তার ব্যক্তির বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের এক বাসায় ঢুকে এলজিবিটি ম্যাগাজিন ‘রূপবান’ সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ