সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুধুমাত্র জুলাই মাসে ৭ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, জুলাই মাসের ২২ তারিখে ৪০৩ জন, ২৩ তারিখে ৪৭৩ জন, ২৪ তারিখে ৫৬০ জন, ২৫ তারিখে ৫৪৭ জন, ২৬ তারিখে ৩৯০ জন এবং গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে এর বাইরেও অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে। কারণ ডেঙ্গু আক্রান্ত হয়ে যাদের প্লাটিলেটের পরিমাণ ভয়ানকভাবে কমে যায় তারাই হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গুর প্রকোপে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন বিভিন্ন হাসপাতালে।
এখন পর্যন্ত রংপুর মেডিকেলে ভর্তি হয়েছেন ২১ জন। ফেনীতে সদর হাসপাতালে ২২ জন ভর্তি আছেন। আর এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪৬ জন। চিকিৎসকরা জানান, ঢাকায় আক্রান্ত হয়ে ফেনীতে এসেছেন এসব রোগীরা।
রাজশাহী মেডিকেলে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২০ জন। এরমধ্যে আতিকুল নামে এক পুলিশ সদস্যকে রাখা হয়েছে আইসিইউতে।
জামালপুর জেনারেল হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আরো ৫ জন। বেশ কিছু হাসপাতালে ডেঙ্গু সনাক্তে রক্ত পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তি পড়েছেন রোগীরা। স্বজনরা দাবি জানিয়েছেন, এই রোগের বিনামূল্যে চিকিৎসার।
এদিকে রাজধানীতে ডেঙ্গু জ্বরে মারা গেছেন এক নারী চিকিৎসক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
রাজধানী ঢাকায় শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ৬৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এ হাসপাতালে ভর্তি রয়েছেন। বহির্বিভাগ, নতুন ভবন, জরুরি বিভাগ সব জায়গাতেই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এ বছর এ পর্যন্ত হাসপাতালে ২৩৩ জন ভর্তির এটি একটি রেকর্ড।
আজকের বাজার/এমএইচ