জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক চলছে

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও  অন্য অংশীজনদের সঙ্গে অন্তর্বর্তী সরকারে ডাকা সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে।

আজ বৃস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকটি বিকেল ৪টার পর শুরু হয়।

বুধবার রাত সোয়া আটটার দিকে প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বৈঠক আহ্বান করেছে। (বাসস)