আগামী জুলাই থেকে রাজধানীতে পানির দাম বাড়ছে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
মঙ্গলবার (১৫ মে) ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান ।
সিদ্ধান্ত অনুযায়ী এক হাজার লিটার পানিতে ৫০ পয়সা দর বাড়াবে প্রতিষ্ঠানটি।
এছাড়া রমজান মাসে সুপেয় পানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরণের ব্যবস্থা রাখার কথাও জানান তিনি। রমজানে ১৫টি অভিযোগ কেন্দ্র ২৪ ঘন্টা চালু থাকবে।
রাসেল/