আগামী জুলাই থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জুলাই মাস থেকে ভারতে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালা শোনা যাবে বলেও জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বিটিভি’র অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট গত ৭ মে স্বাক্ষরিত হয়। সম্প্রতি ওয়ার্কিং এগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার।
বাংলাদেশ টেলিভিশন বর্তমানে এমপিইজিটু (mpeg2) ব্যবহার করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরেজমিন ডিডি ফ্রি ডিস স্থাপনা পরিদর্শন করে সিগন্যাল রিসিভ ও ডাউনলোড লিঙ্ক করাসহ স্ট্রিমের সিগন্যাল ডিডি ফ্রি ডিসের জন্য গত ২৫ মে বিটিভি’র একটি কারিগরি দল নয়া দিল্লি সফরে যায়।
তারা ফিরে আসার পর জুলাই মাসের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে বিটিভি ভারতে প্রচার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজকের বাজার/এমএইচ