ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনে জুলাই মাসে শীর্ষ স্থান দখল করেছে বস্ত্র খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আলোচ্য মাসে ডিএসইতে মোট লেনদেনের ১৫.৮৯ শতাংশ ছিল এই খাতের অবদান। জুলাই মাস জুড়ে বস্ত্র খাতে মোট ৩ হাজার ৩২৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৫.৬৫ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। গত মাসে এই খাতে ৩ হাজার ২৭৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১.০৩ শতাংশ লেনদেন করে প্রকৌশল খাত তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত মাসে এই খাতে মোট ২ হাজার ৩০৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ওষুধ খাতে ১০.৯৫ শতাংশ, জ্বালানী ও বিদ্যুৎ খাতে ৯.৯৬ শতাংশ, আর্থিক খাতে ৯.৫৭ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাতে ৪.৬৪ শতাংশ, বিবিধ খাতে ৪.২৭ শতাংশ ও তথ্য প্রযুক্তি খাতে ৩.৩৮ শতাংশ এবং সিমেন্ট খাতে ৩.০৪ শতাংশ লেনদেন হয়েছে।
এছাড়া টেলিকমিউনিকেশন খাতে ২.৪৬ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৮১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৭৪ শতাংশ, ভ্রমণ খাতে ১.৩৮ শতাংশ, বিমা খাতে ১.৩৭ শতাংশ, ট্যানারি খাতে ১.২২ শতাংশ, সিরামিক খাতে ১.১১ শতাংশ, কাগজ খাতে দশমিক ৩৫ শতাংশ, পাট খাতে দশমিক ১৮ শতাংশ এবং বন্ডে দশমিক ০১ শতাংশ লেনদেন হয়েছে।
আজকের বাজার: এমএম/ ১৫ আগস্ট ২০১৭