উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত বাতিল করেছেন সুইডিশ অভিশংসকরা। এক সুইডিশ নারী অভিযোগ করেন যে ২০১০ সালে না করার পরও ঘুমন্ত অবস্থায় আসাঞ্জ তার সঙ্গে অসুরক্ষিত সহবাসে লিপ্ত হন।
সহকারী প্রধান অভিসংশক ইভা মারি পারসন সংবাদ্দাতাদের জানান, ঐ নারীর অভিযোগ বিশ্বাসযোগ্য হবার পরেও মামলাটি বাতিল করা হয়। তিনি বলেন, তদন্তের জন্য সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে কিন্তু প্রমাণাদি দুর্বল হবার কারণে অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি।খবর ভিওএ’র
অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান আসাঞ্জ এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।
আজকের বাজার/লুৎফর রহমান