আগামীকাল থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হতে যাওয়া জেনেক্স ইনফোসিস লিমিটেড ২০১৮-১৯ সমাপ্ত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অক্টোবর- ডিসেম্বর,২০১৮ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় বা ইপিএস এসেছে ৪৭ পয়সা(আইপিও’র আগে) । আইপিওর পরে ইপিএস হয়েছে ৩৬ পয়সা। এই সময় প্রতিষ্ঠানটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৩ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা।
এদিকে অর্ধবার্ষিকী হিসাব বছর (জুলাই-ডিসেম্বর’১৮) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা (আইপিওর আগে )। আইপিওর পরে ইপিএস হয়েছে ৯৮ পয়সা। এই সময় প্রতিষ্ঠানটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৬ কোটি ৮ হাজার টাকা।
৩১ ডিসেম্ববর ২০১৮ সাল পর্যন্ত সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৫ পয়সায়। তবে আইপিওতে ইস্যুকৃত ২ কোটি শেয়ার বিবেচনায় এনএভিপিএস দাড়াঁয় ১৫ টাকা ২৫ পয়সায়।
আজকের বাজার/মিথিলা