জেএনউ কাণ্ডে সারা রাত ঘুমোতে পারিনি: অনিল কাপুর

জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এর ঘটনার তীব্র প্রতিবাদ করলেন অনিল কাপুর৷ সোশ্যাল হ্যান্ডেলে নয়, সাংবাদিকদের সামনে জহরলাল নেহরু বিশ্বব্যালয় ক্যাম্পাসে হামলার ঘটনার বিরুদ্ধে ফুঁসে ওঠেন অনিল৷

সোমবার মালাং-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির হন অনিল কাপুর, আদিত্য রয় কাপুর, দিশা পাটানিরা৷ সেখানেই বলিউড অভিনেতাকে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিষেয় প্রশ্ন করা হয়৷ যার উত্তরে অনিল কাপুর বলেন, ‘জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক৷ ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপর মুখোশধারী দুষ্কৃতীরা যেভাবে হামলা চালিয়েছে, সেই ছবি দেখে আমি সারা রাত ঘুমোতে পারিনি৷’ অপরাধীদের চিহ্নিত করে শিগগিরই শাস্তির ব্যবস্থা করতে হবে বলে প্রকাশ্যে সুর চড়ান বলিউডের বর্ষীয়ান অভিনেতা৷

আজকের বাজার/লুৎফর রহমান