জেএন্ডজে’র টিকা পুনরায় শুরুর অনুমোদন যুক্তরাষ্ট্রে

জনসন এন্ড জনসনের কোভিড- ১৯ এর টিকার ব্যবহার পুনরায় শুরু করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার এ কথা জানায়।
মার্কিন স্বাস্থ্য সংস্থা গত ১৪ এপ্রিল রক্ত জমাট বাঁধার কারণে জেএন্ডজে’র টিকা ব্যবহার স্থগিত করেছিল। দেশটির অনেক লোকই জেএন্ডজে’র টিকা নিয়েছিল। কিন্তু কিছু সংখ্যক লোক রক্তে জমাট বাঁধার সমস্যায় আক্রান্ত হয়।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের প্রধান জ্যানেট উডকক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সাথে এক যৌথ বিবৃতিতে বলেছেন, আমরা সিদ্ধান্তে এসেছি ১৮ কিংবা তারচেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে জনসনের টিকার সম্ভাব্য ঝুঁকির চেয়ে এর উপকারিতা বেশি।
সিডিসি’র প্রধান রোশেলে ওয়ালেনস্কি বলেছেন, রক্তে জমাট বাঁধার ব্যতিক্রমী ও বিরল বিষয়টি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা অব্যাহতভাবে বিষয়টি মনিটর করে যাবে।
শুক্রবার উপস্থাপিত এক উপাত্তে বলা হয়, ৩৯ লাখ নারী জনসনের টিকা নিয়েছে। এদের মধ্যে ১৫ জনের শরীরে রক্তে জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছে এবং তিন জন মারা গেছে।
তবে পুরুষদের মধ্যে এ ধরনের কোন সমস্যার কথা শোনা যায়নি।
এদিকে ইউরোপের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার বলেছে, রক্তে জমাট বাঁধার এ সমস্যাকে জনসনের টিকার খুবই ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তালিকাভুক্ত করা উচিত।