জেএমবির ‘সারওয়ার-তামিম গ্রুপের’ ৫ সদস্য রিমান্ডে

রাজধানীতে সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জেএমবির ‘সরোয়ার-তামিম গ্রুপের’ সন্দেহভাজন পাঁচ সদস্যের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

ওই পাঁচজন হলেন- অলিউজ্জামান ওরফে অলি (২৮), আনোয়ারুল আলম (২৯), সালেহ আহাম্মেদ শীষ (২২), আবুল কাশেম (২৭) ও মো. মোহন ওরফে মহসিন (২০)। এর আগে গত ২০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডা থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে ২১ মার্চ রাজধানীর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল করিম।

ওই সময় আদালতে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন রেজাউল করিম। ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম মামলার মূল নথি না থাকায় ওই পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ২৮ মার্চ দিন ধার্য করেন। সেই অনুযায়ী, মঙ্গলবার (২৮ মার্চ) শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।