জেএসসিতে চট্টগ্রামে পাশের হার ও জিপিএ ৫, উভয়ই কমেছে

জেএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে গত বছরের তুলনায় কমেছে পাশের হার ও জিপিএ ৫ এর সংখ্যা। এবারের পাশের হার ৮১ দশমিক ১৭, যেখানে ২০১৬ এর পরীক্ষায় ছিলো ৯০ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ৩১৫ জন, যেখানে গত বছর সংখ্যাটি ছিলো ১৪ হাজার ১৩৫।

শনিবার ৩০ ডিসেম্বর সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান।

তিনি জানান, এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে জেএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লক্ষ ৮৩ হাজার ৫০৬ জন। তন্মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ৩১৫ জন, তন্মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাই বেশি। ৫ হাজার ৯৬০ জন ছাত্রীর বিপরীতে ৪ হাজার ৩৫৫ জন ছাত্র জিপিএ ৫ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ২৪ হাজার ২২৮ জন শিক্ষার্থী, পরীক্ষা চলাকালে বোর্ড কর্তৃক বহিস্কৃত হয়েছে ১৪ জন শিক্ষার্থী।

আজকের বাজার : এলকে/ ৩০ ডিসেম্বর ২০১৭