রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসএসি) পরীক্ষায় পাশের হার ৯৯.৮৬ শতাংশ। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ পরীক্ষার্থী।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের নোটিশ বোর্ডে জেএসসি পরীক্ষার ফল টাঙিয়ে দেওয়া হয়। ঘোষিত ফল অনুযায়ী এ বছর ভিকারুননিসা নূন স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১১৮ পরীক্ষার্থী। এর মধ্যে তিনজন শিক্ষার্থী পাস করতে পারেনি।
এর আগে গণভবনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
আজকের বাজার/এমএইচ