চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) মঙ্গলবারের পরীক্ষা যথাক্রমে ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, মঙ্গলবারের অনুষ্ঠিতব্য জেএসসি গণিত পরীক্ষা আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় এবং জেডিসি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৩ ও ১৬ নভেম্বর যথাক্রমে জেএসসি ও জেডিসি’র স্থগিত ওই পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া জেএসসি ও জেডিসি’র শনিবারের পরীক্ষা যথাক্রমে আগামী ১২ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ