চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) আগামী বৃহস্পতিবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশ নেবে।
২৯ হাজার ৬৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা দুই হাজার ৯০৩টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
জেএসসি পরীক্ষা দেবে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ১০ লাখ ৪৩ হাজার ৭৫২ জন এবং মেয়ে ১২ লাখ ২৩ হাজার ৫৯১ জন।
অন্যদিকে, জেডিসি পরীক্ষা দেবে ৪ লাখ ২ হাজার ৯৯০ শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ১ লাখ ৭৯ হাজার ৯৮০ জন এবং মেয়ে ২ লাখ ২৩ হাজার ১০ জন।
এবছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ৪৬ হাজার ৩৫৩ জন এবং জেডিসি পরীক্ষায় এ সংখ্যা ৩৪ হাজার ২৫১ জন।
জেএসসি পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী (এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য) ২ লাখ ৩০ হাজার ৭৮৫ জন ও জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ৫৪৮ জন।
এছাড়া, বিদেশের নয়টি কেন্দ্রে পরীক্ষা দেবে মোট ৫৭৮ জন শিক্ষার্থী।
জেএসসি পরীক্ষা শেষ হবে ১৫ নভেম্বর, আর জেডিসি শেষ হবে ১৪ নভেম্বর।
গত বছর মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
আজকের বাজার/এমএইচ