‘জেড’ ক্যাটাগরির অস্বাভাবিক দরবৃদ্ধি নিয়ে তদন্ত কমিটি বিএসইসির

‘জেড’ ক্যাটাগরির ৭ কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি নিয়ে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিএসইসির ৫৯২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মো. গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান।

অস্বাভাবিক দরবৃদ্ধি পাওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো হল- রহিমা ফুড, ফাইন ফুডস, বিডি অটোকারস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, ঝিল বাংলা সুগার মিলস, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ এবং শ্যামপুর সুগার মিলস। এই কোম্পানিগুলোর শেয়ার প্রতি আয় (ইপিএস) ঋণাত্মক।

এর আগে একই কারণ দেখিয়ে রহিমা ফুড করপোরেশন নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। যার প্রতিবেদন ইতোমধ্যে বিএসইসিতে জমা দেওয়া হয়েছে।