‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হচ্ছে ৭ কোম্পানি

‘জেড’ গ্রুপ থেকে মুক্ত হতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। কোম্পানিগুলো হলো: আজিজ পাইপস, দেশবন্ধু পলিমার, লিগ্যাসি ফুটওয়্যার, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিসেই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোনো কোম্পানি ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ প্রদান করলে কোম্পানিটির স্থান হয় ‘এ’ ক্যাটাগরিতে। ১০ শতাংশের নিচে যেকোন পরিমাণ লভ্যাংশ প্রদান করলে কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়। আর কোনো লভ্যাংশ প্রদান না করলে সেই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়। আর ‘জেড’ ক্যাটাগরি মানেই শেয়ার লেনদেনের নিষ্পত্তির সময় ১০ কার্যদিবস আর মার্জিন সুবিধা থেকে বঞ্চিত থাকা। তারওপর দুর্বল মৌলভিত্তির অপবাদতো রয়েছেই। তবে এ বছর ‘জেড’ ক্যাটাগরির আওতায় থাকা ৭ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে লভ্যাংশ প্রেরণের পর কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন হয়ে যাবে। ফলে ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হবে আলোচ্য ৭ কোম্পানি।

ডিএসই সূত্রে জানা যায়, আজিজ পাইপস, দেশবন্ধু পলিমার, লিগ্যাসি ফুটওয়্যার, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর আগে লভ্যাংশ না দেয়ার কারণে ‘জেড’ ক্যাটাগরিতে বন্দি ছিল। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিসেম্বর ক্লোজিংয়ের লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি কোম্পানিগুলো এবছর জুন ক্লোজিংয়ের লভ্যাংশ ঘোষণা করেছে।

আজিজ পাইপস ৩০ জুন,২০১৭ অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় আইডিইবি ভবন,কাকরাইল, ঢাকায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের মাধ্যমে লভ্যাংশ অনুমোদন ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে লভ্যাংশ পৌছানোর পর আজিজ পাইপসকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে।

দেশবন্ধু পলিমার ৩০ জুন,২০১৭ অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২১ ডিসেম্বর সকাল ৯টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন, নরসিংদী’তে এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের মাধ্যমে লভ্যাংশ অনুমোদন ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে লভ্যাংশ পৌছানোর পর দেশবন্ধু পলিমারকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে।

লিগ্যাসি ফুটওয়্যার ৩০ জুন,২০১৭ অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আগামী ১১ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন, মৌচাক,গাজীপুরে এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের মাধ্যমে লভ্যাংশ অনুমোদন ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে লভ্যাংশ পৌছানোর পর লিগ্যাসিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে।

ম্যাকসন স্পিনিং মিলস ৩০ জুন,২০১৭ অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২১ জানুয়ারি,২০১৮ইং সকাল ৯.৩০টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন, আশুলিয়া,সাভারে এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের মাধ্যমে লভ্যাংশ অনুমোদন ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে লভ্যাংশ পৌছানোর পর ম্যাকসনকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে।

মেট্রো স্পিনিং ৩০ জুন,২০১৭ অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২১ জানুয়ারি,২০১৮ইং সকাল ৯.৩০টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন, আশুলিয়া,সাভারে এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের মাধ্যমে লভ্যাংশ অনুমোদন ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে লভ্যাংশ পৌছানোর পর মেট্রো স্পিনিংকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে।

সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজ ৩০ জুন,২০১৭ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২২ জানুয়ারি,২০১৮ইং সকাল ১১.৪৫টায় কোম্পানির রেজিষ্টার্ড অফিস, গজারিয়া, মুন্সিগঞ্জে এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের মাধ্যমে লভ্যাংশ অনুমোদন ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে লভ্যাংশ পৌছানোর পর সিনোবাংলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে।

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ নভেম্বর সকাল ১১টায় পদ্মা লাইফ টাওয়ার,বাংলামটর,ঢাকায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের মাধ্যমে লভ্যাংশ অনুমোদন ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে লভ্যাংশ পৌছানোর পর পদ্মা লাইফকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে।

আজকের বাজার:এলকে/এলকে ৯ নভেম্বর ২০১৭