সম্প্রতি অনুমোদন পাওয়া জেনিথ অ্যনুয়াল ইনকাম ফান্ডের ইউনিট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট বা বিও হিসাবে জমা হয়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফান্ডটির লটারিতে বরাদ্দ পাওয়া ইউনিট সিডিবিএলের মাধ্যমে আজ বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। এখন কোম্পানিটির আবেদনের ভিত্তেতে যেকোন দিন লেনদেনের তারিখ চূড়ান্ত করবে দুই স্টক এক্সচেঞ্জ।
এর আগে গত কমিশনের ৬১১তম সভায় জেনিথ অ্যনুয়াল ইনকাম ফান্ডের প্রসপ্রেক্টাস কমিশন সভায় অনুমোদন করে বিএসইসি।
সূত্র মতে, এ ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ০২ (দুই) কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ০৮ (আট) কোটি টাকা যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে।
ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। এ বে-মেয়াদী ফান্ডটিচ নিয়মিত পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের নিকট ইউনিট বিক্রয় করতে পারবে।ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেড।
এছাড়াও ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।