জেনিন মসজিদে বিমান হামলায় ‘সন্ত্রাসী চক্রের সদস্যরা’ নিহত : ইসরাইল

পশ্চিম তীরের জেনিনে একটি মসজিদে বিমান হামলায় হামাস এবং ইসলামিক জিহাদের ‘সন্ত্রাসী চক্রের সদস্যরা’ নিহত হয়েছে। এসব সন্ত্রাসী সেখানে অবস্থান করে হামলার পরিকল্পনা করছিল। ইসরাইল রোববার এ কথা বলেছে। খবর এএফপি’র।
আল-আনসার মসজিদে এ বিমান হামলা চালানো হয়। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরাইলে হামলা চালানোর পরিকল্পনায় মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল।