পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেডের সাথে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের একটি চুক্তি সই হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলালিংক কন্ট্রাক্ট সেন্টার সার্ভিস দেবে জেনেক্স ইনফোসিসকে। এই চুক্তির আওতায় জেনেক্স ইনফোসিস আগামী ৫ বছরের জন্য টেলিকম অপারেটরের গ্রাহক অভিজ্ঞতা অপারেশন পরিচালনা করবে।
গত ২০১৭ সাল থেকে জেনেক্স ইনফোসিস টেলিকম অপারেটরের গ্রাহক অভিজ্ঞতা অপারেশন পরিচালনা করে আসছে। কোম্পানিটি আরও ৫ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে। চুক্তির ফলে জেনেক্স ইনফোসিস বছরে ১২ কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা করছে।