আগামীকাল ৬ ফেব্রুয়ারি, বুধবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করতে যাচ্ছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রতিষ্ঠানটি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে -“GENEXIL” ও কোম্পানি কোড হচ্ছে "22650"
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া জেনেক্স ইনফোসিসের আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয় ২০ নভেম্বর। ইতোমধ্যে লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে জমা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গেল ৪ সেপ্টেম্বর ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ারের বিপরীতে ২০ কোটি টাকা প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যুর অনুমোদন করে।
উত্তোলিত অর্থ প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
আজকের বাজার/মিথিলা