জেনেভায় ৭১ তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে আজ সকালে এমিরেটস এয়ার লাইন্স যোগে ঢাকা ছেড়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী আগামী ২০ মে কমনওয়েলথ স্বাস্থ্য মন্ত্রীদের সম্মেলনে এশীয় অঞ্চলের মন্ত্রীদের পক্ষে বক্তব্য রাখবেন। আগামী ২২ মে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের প্লেনারি অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাফল্য এবং এমডিজি অর্জনে গৃহীত কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখবেন।
আগামী ২১ মে থেকে ছয়দিন ব্যাপী এই সম্মেলন জেনেভার প্যালেস দ্য নেশনস এর অ্যাসেম্বলী হলে অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য মন্ত্রী জেনেভার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, ভারতের স্বাস্থ্য ও আয়ুশ মন্ত্রীসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সাথে পৃথক বৈঠকে মিলিত হবেন।
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় অংশ গ্রহণ করছেন।
স্বাস্থ্য মন্ত্রী আগামী ২৬ মে দেশে ফেরার কথা রয়েছে।
আরজেড/