বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস। দেশের বাইরেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। বেশ কয়েক বছর ধরে নতুন কোনো গান প্রকাশ করছেন না এ তারকা। প্লেব্যাকে তাকে নিয়মিত না পাওয়া গেলেও দেশে-বিদেশে নিয়মিত স্টেজ মাতিয়ে যাচ্ছেন জেমস। সে ধারাবাহিকতায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কনসার্টে অংশ নিতে নারায়ণগঞ্জ যাচ্ছেন এ রকস্টার।
জানা গেছে, নাসিম ওসমান মেমোরিয়াল ইকো পার্কের ১ম বর্ষপূর্তি উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমস। আগামী ৩০ ডিসেম্বর ‘সেলিব্রশন কনসার্ট অ্যান্ড উইন্টার ফেস্টিভ্যাল ২০১৭’ শিরোনামের এ কনসার্টের মাধ্যমে নারায়ণগঞ্জের ভক্তদের জন্য গাইবেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত নারায়ণগঞ্জের জেমস ভক্তদের কথা মাথায় রেখেই প্রথমবারের মতো এত বড় পরিসরে এমন কনসার্টের আয়োজন করেছেন তারা। যার প্রধান আকর্ষণ প্রথম সারির এ ব্যান্ড তারকা।
জানা গেছে, কনসার্ট বেলা ১১টায় শুরু হলেও মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়। ‘নম অ্যানিভারসারি সেলিব্রেশন কনসার্ট’-এ আরো অংশগ্রহণ করবেন এ প্রজন্মের আরো ২ সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া এবং পারভেজ। এছাড়া স্টেজে গাইবেন তরুণ ব্যান্ড দলের ‘বায়ান্ন’-এর সদস্যরা। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে; রেডিও আমার ৮৮.৪ এফএম।
আজকের বাজার: আরআর/ ২৫ ডিসেম্বর ২০১৭