জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে বুধবার ভোরে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইসরাইলি পুলিশ জানায়, ‘আন্দোলনকারীদের’ বিতাড়িত করার জন্য তারা সেখানে প্রবেশ করলে এ সংঘর্ষ বাধে।
ফিলিস্তিনি ইসলামি আন্দোলন হামাস গ্রুপ ইসরাইলের এমন পদক্ষেপকে একটি ‘নজিরবিহীন অপরাধ’ হিসেবে উল্লেখ করে এর কঠোর নিন্দা জানিয়েছে। খবর এএফপি’র।
গাজা উপত্যকার শাসন কার্য পরিচালনা করা হামাস আল-আকসা মসজিদ রক্ষার জন্য সেখানে ব্যাপকভাবে সমবেত হওয়ার জন্য ফিলিস্তিনি নাগরিকদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।
ইসরাইলি পুলিশ জানায়, আতশবাজি, লাঠি এবং পাথর নিয়ে থাকা ‘আন্দোলনকারীদের’ সরিয়ে দিতেই তারা মসজিদে প্রবেশ করে।
পূর্ব জেরুজালেমের ইসরাইল অধিকৃত ওল্ড সিটির এ মসজিদ প্রাঙ্গণে এরআগেও মুসলিমদের পবিত্র রোজার মাস চলাকালে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ এবং সহিংসতা হতে দেখা যায়। পবিত্র এ মাসে হাজার হাজার মুসলিম আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে এসে থাকেন।
ইহুদিদের কাছেও স্থানটি পবিত্র। তাদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত।