ফিলিস্তিনের জেরুজালেমে সাধারণ মানুষদের বিক্ষোভে ইসরাইল সেনাবাহিনীর স্নাইপারদের গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০০ ফিলিস্তিনি।
ইসরাইলের অধিকৃত জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে নজিরবিহীন এ বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা। আল জাজিরা এসব তথ্য জানায়।
সোমবার (১৪ মে) স্থানীয় সময় সকালে ফিলিস্তিনিদের 'গ্রেট মার্চ রিটার্ন মুভমেন্ট' এর অংশ হিসেবে বিক্ষোভ করতে গেলে এ সংঘর্ষ হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার তেল আবিবের পরিবর্তে জেরুজালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম শুরু করা হয়েছে।
সীমিত আকারে এ কার্যক্রম শুরুর দিন সেখানে উপস্থিত আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্প ও জামাত জ্যারেড কুশনার।
স্থানীয় সাংবাদিক মারাম হুমাইদ বলেন, আজকের বিক্ষোভে যে পরিমাণ মানুষ অংশ নিয়েছে, তা গত কয়েক সপ্তাহের তুলনায় অকল্পনীয়।
১৯৪৮ সালে ইসরাইল ফিলিস্তিনের থেকে ওই অঞ্চল দখলে নেয়ার পর থেকে ইসরাইলিরা এটিকে 'নাকবা' বা বিপর্যয় দিবস হিসেবে পালন করছেন।
প্রতি বছর ১৫ ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার এ দিন ফিলিস্তিনিরা প্রতি বছরই বিক্ষোভ করে থাকে। এ বছর তার ঠিক একদিন আগে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের পদক্ষেপ নেয়া ফিলিস্তিনিরা ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে।
আজকের বাজার/একেএ