ইসরায়েলের তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্ত থেকে ফের সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, আগামী ৬ মাসের জন্য তা স্থগিত করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানা যায়, আইন মেনে নির্ধারিত সময়সীমার মধ্যে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত ঘোষণা করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দ্বিতীয়বারের মতো বিগত সরকারগুলোর ধারাবাহিকতা রক্ষা করলেন তিনি। জেরুজালেম ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলো ট্রাম্পকে চাপের মধ্যে রেখেছিল। সিদ্ধান্ত বদলের পেছনে তা কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করতে ১৯৯৫ সালেই একটি আইন প্রণয়ন করে মার্কিন কংগ্রেস। তখন থেকে এ পর্যন্ত কোনও মার্কিন প্রেসিডেন্ট দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত নেননি। ওই আইনের বিধান অনুযায়ী, সিদ্ধান্তটি বাস্তবায়নের সামগ্রিক ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের। চাইলে তারা জাতীয় নিরাপত্তা ও অন্যান্য জাতীয় স্বার্থের বিবেচনায় প্রতি ৬ মাস পর পর স্থগিত রাখার সিদ্ধান্ত দিতে পারেন। সেই ১৯৯৫ সাল থেকেই প্রত্যেক মার্কিন প্রেসিডেন্ট আইনগত সেই সুযোগটি কাজে লাগিয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। ফলে তেল আবিবেই থেকে গেছে মার্কিন দূতাবাস।
ফ্রান্সের উদ্বেগ:
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যপারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েলে ম্যাক্রোঁ বলেছেন, এ সিদ্ধান্তে তিনি উদ্বিগ্ন। তার ‘আশঙ্কা’ ট্রাম্প একতরফাভাবে এ সিদ্ধান্ত নিতে পারেন। ম্যাক্রোঁ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনার ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রতিগুলোর মধ্যে একটি ছিল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া। ইসরায়েল ও ফিলিস্তিনের লড়াইয়ের মূলে রয়েছে এ শহরটি। ইহুদি, খ্রিস্ট ও ইসলাম ধর্মের বিশ্বাসীদের জন্য পূর্ব জেরুজালেম গুরুত্বপূর্ণ একটি স্থান। ইসরায়েল ও ফিলিস্তিন উভয়েই জেরুজালেমকে নিজেদের রাজধানী বলে দাবি করে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে তারা পূর্ব জেরুজালেমকে অধিগ্রহণ করে নেয় এবং ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই অঞ্চলকে দখলকৃত হিসেবেই বিবেচনা করা হয়।
সূত্র: গার্ডিয়ান ও বিবিসি।
আজকরে বাজার:এসএস/এলকে ৫ ডিসেম্বর ২০১৭