জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এ ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া ও তুরস্ক।
যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সও এ ঘটনাকে কেন্দ্র করে প্রাণহানিতে অসন্তোষ প্রকাশ করে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ভিয়েনায় জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশের পরপরই সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে যুক্তরাষ্ট্র মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলকে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেন তুরস্কের প্রধানমন্ত্রী। গাজা সীমান্তে হতাহতের ঘটনাকে “জঘন্য গণহত্যা” বলেও অভিহিত করেন তিনি।
এর আগে দূতাবাস উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ৫৫ ফিলিস্তিনি নিহত হয়। আহত আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক।
হতাহতদের স্মরণে মঙ্গলবার থেকে তিন দিনের শোক পালন করছে ফিলিস্তিনিরা।
আরজেড/