জেরুজালেম ইস্যুতে ওআইসির বৈঠক, যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির ঘোষণায় মুসলিম দেশগুলোর জোট ওআইসি বিশেষ সম্মেলন ডেকেছে। সে সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ওআইসির বর্তমান চেয়ার তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান জোটের রাষ্ট্র ও সরকার প্রধানদের এই সম্মেলন ডেকেছেন। আগামী ১৩ ডিসেম্বর এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ রবিবার নিজ দফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে জানান, বুধবারের ওই সম্মেলনে যোগ দিতে আগামীকাল সোমবার ১১ ডিসেম্বর ঢাকা থেকে রওনা হবেন রাষ্ট্রপতি হামিদ।

তুরস্কের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাতে ঢাকা ছাড়বেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর ভোরে তিনি দেশে ফিরবেন।

এখানে উল্লেখ্য, সোমবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে তিন দিনের সরকারি সফরে ফান্সের রাজধানী প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে রাষ্ট্রপতির এই সফরে সঙ্গে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মূল সম্মেলনের আগে মঙ্গলবার সদস্য দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তা বৈঠকে বসবেন।

মাহমুদ আলী ব্রিফিংয়ে বলেন, এই সম্মেলনের পরের সপ্তাহেই তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাংলাদেশ সফরে আসছেন। এ কারণে রাষ্ট্রপতির ইস্তাম্বুল সফর বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

দুই দিনের সফরে ১৯ ডিসেম্বর তুরস্কের প্রধানমন্ত্রীর ঢাকা আসার কথা রয়েছে।

জেরুজালেম মুসলিম, খ্রিস্টান ও ইহুদি-সব ধর্মের অনুসারীদের কাছেই পবিত্র নগরী। ইসরায়েল বরাবরই জেরুজালেমকে তাদের রাজধানী বলে দাবি করে আসছে। অন্যদিকে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করতে চান ফিলিস্তিনের নেতারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত ৬ ডিসেম্বর এক ঘোষণায় জানান, জেরুজালেমকে তিনি ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করতে পররাষ্ট্র দফতরকে নির্দেশ দিচ্ছেন।

জেরুজালেম, গাজা, পশ্চিম তীর, রামাল্লা, হেব্রন, বেথেলহেম, নাবলুসসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় আরব ও ইউরোপীয় বিভিন্ন দেশ এবং জাতিসংঘ।

যুক্তরাষ্ট্রের স্বীকৃতিতে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের স্বীকৃতির বিষয়টি অবশ্যই জাতিসংঘের রেজুলেশনের কাঠামোর মধ্যে রাখতে হবে।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর যে সীমানা ছিল, সে অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থানের বিষয়টিও ওই বিবৃতিতে তুলে ধরা হয়।

আজকের বাজার:এলকে /এলকে ১০ ডিসেম্বর ২০১৭