জেলখানায় মালির কাজ পেলেন লালুপ্রসাদ

দুর্নীতি মামলায় সাড়ে তিন বছরের দণ্ড পাওয়া ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে মালির কাজ দিয়েছে জেল কর্তৃপক্ষ। এই কাজের জন্য আরজেডি দলের শীর্ষ নেতাকে প্রতিদিন দেয়া হবে ৯৩ রুপি।

দেওঘর ট্রেজারি থেকে ২১ বছর আগে ৮৯.‌২৭ লাখ টাকার পশুখাদ্য দুর্নীতি মামলায় শনিবার বিশেষ ভারতের সিবিআই আদালত লালুকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ লাখ রুপি জরিমানাও করা হয়।

তবে লালু টুইটারে এক খোলা চিঠিতে লিখেছেন- ”শাস্তিতে ভয় পাননি তিনি। বরং দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির সামাজিক অধিকার নিয়ে কখনো তিনি রাজনৈতিক সমঝোতা করতে চান না।”

অপর এক টুইটবার্তায় বিজেপি ও আরএসএসকে তুলোধনাও করেছেন লালু। টুইটে তিনি লেখেন- ”বিজেপির অনুসরণ করার বদলে ন্যায়বিচার ও সাম্যবাদের জন্য লড়াই করে মারা যাব।”

সূত্র: ওয়েবসাইট

আজকের বাজার: এসএস/ ৮ জানুয়ারি ২০১৮