জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার মন্ত্রীপরিষদ সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটি গঠন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দৈনিক কালবেলাসহ বিভিন্ন দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৩ অক্টোবর প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কমিটি এ সংক্রান্ত অভিযোগ তদন্তপূর্বক ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। (বাসস)