ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার এক সরকারি সফরে ওয়ারশ যাবেন। পোলিশ প্রেসিডেন্টের দফতর ঘোষণা দিয়েছে, রুশ আগ্রাসণের বিরুদ্ধে লড়াইরত তার দেশের বাইরে এটি একটি বিরল সফর।‘ এতে আরো বলা হয়, এটি সরকারী সফর, তবে এতে একটা সর্বজনীন আবহও থাকবে।’
আন্তর্জাতিক নীতি অফিসের প্রধান, মার্সিন প্রিজাইডাক, পোলিশ রেডিও স্টেশন আরএমএফএফএমকে বলেছেন, জেলেনস্কি পোল্যান্ডে বসবাসকারী ইউক্রেনীয়দের সাথেও দেখা করবেন।