জেলে না গেলে আর কী রাজনীতি করলেন?

হাতে আর বাকি ২টো মাস। তার পরই কলকতা রাজ্যে পুরভোট। তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে ফের একবার কড়া ভোকাল টনিক দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, ‘এমন কিছু করুন যাতে জেলে যেতে পারেন।’

বৃহস্পতিবার গান্ধীজির মৃত্যুদিকে বারাকপুরের গান্ধী ঘাটে ‘চায়ে পে চর্চা’-য় অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নানা বিষয়ে আলাপচারিতা করেন তিনি। দলীয় কর্মীদের দিলীপবাবু বলেন, ‘এমন রাজনীতি করুন যাতে জেলে যেতে পারেন। জেলে না গেলে রাজনীতিতে সফল হওয়া যায় না। আমরা আন্দোলন করছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি এটা আমাদের সাফল্য।’

গত কয়েক বছর ধরে কড়া কথা বলে বারবার বিতর্কে জড়িয়েছেন দিলীপবাবু। তবে তাতে দমতে নারাজ তিনি। ভোকাল টনিকেই তিনি কাজ সারবেন বলে মনস্থ করেছেন। কিন্তু তাতে কানে বাজছে অনেকের। তৃণমূল, সিপিএমের মতো দল দিলীপবাবুর মুখে ‘অন্ধকার জগতের ভাষা’ শোনা যাচ্ছে বলে প্রতিবাদ জানিয়েছে। এমনকী বিজেপির শীর্ষনেতৃত্বের তরফেও দিলীপবাবুর জিভে রাশ টানতে বলা হয়েছে। কিন্তু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই।খবর হিন্দুস্তান টাইমেসের।

আজকের বাজার/লুৎফর রহমান