ইসরাইলী বাহিনী দেশটির কঠোর নিরাপত্তায় ঘেরা জেল থেকে পালানো ছয় ফিলিস্তিনীর শেষ দুজনকেও পুনরায় আটক করেছে ।
ইসরাইলী সেনাবাহিনী রোববার এ খবর জানিয়েছে।
বহু ফিলিস্তিনীর কাছে নায়ক বনে যাওয়া এই ছয় জন ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে আটক ছিল। কিন্তু তারা একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে সম্প্রতি জেল থেকে পালায়। ইসরাইলী বাহিনী তাদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করে। শেষ পর্যন্ত একে একে সকলকে পুনরায় আটক করতে সক্ষম হয়।
শেষ যে দুজনকে পুনরায় আটক করা হয়েছে তারা হলেন ফিলিস্তিনী ইসলামিক জিহাদের সদস্য ৩৫ বছর বয়সী কামামজি এবং ২৬ বছর বয়সী মুনাদেল ইনফিয়াত।
তাদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে জেল থেকে পালানো বাকী চারজনকেও গত সপ্তাহে পুনরায় আটক করা হয়েছে।