জৈষ্ঠ্যমাসেও কুয়াশা! আর এই কারণে আজ দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে।
সোমবার সকাল ৫টা থেকে চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় চারটি ফেরি গাড়ি লোড নিয়ে শিমুলিয়া ঘাটে অবস্থান করছিল কুয়াশা কাটার অপেক্ষায়। শেষে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৭টার দিকে একে একে ফেরিগুলো ঘাট ছেড়ে যায়।
শিমুলিয়া ঘাটস্থ বিআইডব্লিউটি'র এজিএম মো. শফিকুল ইসলাম জানান, এ সময় কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকা অস্বাভাবিক। বয়াবাতি দেখা যাচ্ছিল না। এমনকি খুব কাছে থেকেও কিছু দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়।
তবে অসময়ে আকস্মিক এই কুয়াশার কারণে এর আগেও এই পদ্মায় ফেরি বন্ধর ঘটনা ঘটে। এদিকে ভোর ৬ টা থেকে লঞ্চ স্পীডবোট চলাচল শুরুর কথা থাকলেও দেড় ঘন্টা পর সাড়ে ৭টায় শুরু হয়।