জোটগতভাবে ৩০০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
শনিবার (২০ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি।
মহাসমাবেশে উপস্থিত কর্মীদের উদ্দেশ করে এরশাদ বলেন, ‘এতো মানুষ আসবে আশাও করিনি। জাতীয় পার্টি আশার আলো দেখতে পাচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। তোমরা ঘরে গিয়ে প্রার্থী বাছাই করো।’
তিনি বলেন, দেশের মানুষের ভালোর জন্য যা যা করা দরকার তাই করবে জাতীয় পার্টি।
এসময় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার দাবি জানান এরশাদ।
সংসদে প্রতিনিধিত্বশীল সব দল নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানান জাপা চেয়ারম্যান।
আজকের বাজার/এমএইচ