জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন বলেছেন, সময় স্বল্পতার কারণে প্রাথমিকভাবে জোটগত নয়, দলীয়ভাবে মনোনয়নে দেয়া হচ্ছে।
মঙ্গলবার, ২৭ নভেম্বর রোজধানীর বেইলি রোডের বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, এখন পর্যন্ত যে মনোনয়ন দেয়া হচ্ছে তা দলীয়ভাবে, জোটগত নয়…। আমরা পরবর্তীতে এটি সমন্বয় করে নেবো।
তিনি আরও বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের আগেই তারা একটি সমঝোতা বা বোঝাপড়ায় আসবেন।
নির্বাচন কমিশন কর্তৃক ছয়টি আসনের সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার সিদ্ধান্ত প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. কামাল জানান, তারা অব্যহাতভাবে এর প্রতিবাদ জানিয়ে যাবেন।
এর আগে সকাল ১০টার দিকে ড. কামালের বাসভবনে পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণফোরামের অন্য নেতাকর্মীর উপস্থিতিতে বৈঠক শেষে প্রায় একঘণ্টা পর বেরিয়ে আসেন তিনি।
সেখানে সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্ট নেতাদের সাথে আসন বণ্টনের ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে ।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মহসিন মন্টু বলেন, আসন বণ্টন নিয়ে ঐক্যফ্রন্টে কোনো জটিলতা নেই।
তারা আগামী ৩ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত সমস্যার সমাধন করে ফেরবেন বলেও জানান তিনি।
আজকের বাজার/এমএইচ